ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
বগুড়ায় বিএনপি'র তারণ্যের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৮:৩৭:০০ অপরাহ্ন | জাতীয়

 দেশ বাঁচাতে বগুড়া শহরে রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্যের সমাবেশ করেছে যুবদল জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের দেশ রক্ষার আহ্বান জানিয়ে বলেছেন , দেশ আজ মহাসংকটে। এদেশের গণতন্ত্র রক্ষা, দেশকে রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ ভাবে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে।

তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আরো বলেন, এক দফা এক দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। তরুণদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই দাবি শুধু বিএনপির নয়, এটি দেশের সকল জনগণের দাবি। 

সোমবার বিকেলে শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাুুল হাবিব দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ বিএনপি যুবদল ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের গণতন্ত্র লুট করা হয়েছে। স্বাধীনতা বিপন্ন করা হয়েছে। এখন বয়স্কদের দাবি তরুণদের সংঘটিত হয়ে দেশ রক্ষা করতে হবে।

সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

তারুণ্যের সমাবেশ কে কেন্দ্র করে রংপুর ও রাজশাহী বিভাগের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। সমাবেশ স্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল।