ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নেত্রকোনায় অধ্যাপক তফসির উদ্দিন খানের ২য় প্রয়াণ দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ

সৈয়দ সময় , নেত্রকোনা : | প্রকাশের সময় : রবিবার ১৪ জুলাই ২০২৪ ০৮:২১:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনের উজ্জলমুখ

, বর্ষীয়ান রাজনীতিবিদ,শিক্ষা ক্রীড়া সংস্কৃতি অঙ্গনের পরম স্বজন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মরহুম তফসির উদ্দিন খান গত ১৩ জুলাই  ২০২২ ইং তারিখে প্রয়াত হয়েছেন । তার ২য় প্রয়াণ দিবস উপলক্ষ্যে অধ্যাপক তফসির উদ্দিন খান স্মরণানুষ্ঠান আয়োজন পর্ষদ 

১২ জুলাই নেত্রকোনা পৌর ভবনের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যায় শ্রদ্ধা ও ভালোবাসায় অনুষ্ঠিত হয় মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খান এর স্মরণানুষ্ঠান । অংশগ্রহণকারী উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক তফসির উদ্দিন খান স্মরণানুষ্ঠান আয়োজক পর্ষদের আহ্বায়ক 

সেন্টু রায় , সদস্য সচিব আনোয়ার জাহিদ লিটন ও তার পরিবারের সদস্যরা।

সেন্টু রায়ের সভাপতিত্বে , প্রত্যাশা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার ও নেত্রকোনা সদর উপজেলার মহিলা ভাইস- চেয়ারম্যান নাঈম সুলতানা লিবনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জেলা 

আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো,

আমিরুল ইসলাম , নেত্রকোনা পৌর মেয়র 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম খান , জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন , যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক ভজন সরকার ,

আবুল মনসুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী , বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্ছু , জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমীন তালুকদার, অধ্যাপক তফসির উদ্দিন খানের সুযোগ্য সন্তান নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র , সদর উপজেলার ভাইস - চেয়ারম্যান সাইফুল ইসলাম খান শুভ্র , অধ্যক্ষ ফয়জুর রহমান খান পাঠান সাদেক , কুন্তল সরকার, সাহিত্যে সমাজ সম্পাদক সাইফুল্লাহ এমরান , সাংবাদিক ভজন দাস , সাংবাদিক সঞ্জয় সরকার , বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নেত্রকোনা জেলা সভাপতি সাংবাদিক ও কবি সৈয়দ সময় , সহ-সভাপতি সাংবাদিক প্রণব রায় রাজু , সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ , সদস্য সাংবাদিক নাজমুল ইসলাম সহ নেত্রকোনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অন্যান্য প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ , সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানের শেষে পরিবারের হাতে স্মরণে

অধ্যাপক তফসির উদ্দিন খান নামে স্মৃতি লিখন তুলে দেওয়া হয় ।এর আগে দুপুরে তার 

পরিবারের পক্ষ থেকে অধ্যাপক তফসির উদ্দিন খানের রুহের মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদ, এতিমখানা , মাদ্রাসা এবং 

দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ।