ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

নেশার টাকা সংগ্রহে চুরি, গ্রেপ্তার ১১

আব্দুল কাইয়ুম, সাভার (ঢাকা) | প্রকাশের সময় : শুক্রবার ১৬ জুন ২০২৩ ০৯:২৯:০০ অপরাহ্ন | জাতীয়
 
মাদক ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকা বাকিতে মাদক সেবন করতেন সংঘবদ্ধ বেশ কয়েকজন যুবক। পরে এই বাকিতে নেওয়া মাদকের টাকা পরিশোধ করতে তৈরি করে সংঘবদ্ধ চোর চক্র। তারা কেবল মাদকের টাকা সংগ্রহ করতেই এমন চক্র তৈরি করেছেন। তবে শেষ রক্ষা হয় নি। চক্রের ৮ সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। 
 
শুক্রবার (১৬ জুন) দুপুরে সাভার মডেল থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী।
 
গ্রেপ্তার বাকিতে মাদক সেবনকারীরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানার নুরাইনপুর মাদবরবাড়ি গ্রামের সবুজের ছেলে মোঃ সোহেল (৩০), কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া গ্রামের ইয়ার আলীর ছেলে রিপন ওরফে চান্দি রিপন (৪০)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি মামলা রয়েছে। এছাড়া মোঃ হাসেম ড্রাইভার (৩৫), মোঃ রবিউল ইসলাম (৩০) বাকিতে মাদক সেবন করে সেই টাকা পরিশোধ করতে স্বর্ণালংকার চুরি করতেন। অন্যদিকে চোরাই স্বর্ণালঙ্কারের বিনিময়ে মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের সক্রিয় গ্রেপ্তার সদস্যরা হলেন মোঃ স্বপন (৪৮), আঞ্জু বেগম (৩৫),  মোঃ রাজা মিয়া (৪০) ও নাসিমা বেগম (৩৫)।
 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ও ট্রাফিক, উত্তর বিভাগ) মোঃ আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা একটি ব্যতিক্রমী চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যারা চুরি করা স্বর্ণালংকারের বিনিময়ে মাদক ক্রয় করে সেবন করতো। চক্রটি বাকিতে মাদক ক্রয় করে সেবন করতো। তারা লাখ লাখ টাকার মাদক বাকিতে সেবন করতো। অনেক সময় চুরি করা স্বর্ণালংকার দিয়ে তা পরিশোধ করও অগ্রিম হিসাবে রাখতো মাদক সেবীরা। আমরা একটি চুরির মামলা তদন্ত করতে এই চক্রের সন্ধান পাই। ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদেরও গ্রেপ্তার করেছে। একই সাথে গ্রেফতার ৪ আসামীদের কাছ থেকে ১০ (দশ) ভরি চোরাই স্বর্ণালঙ্কার এবং চোরাই স্বর্ণালঙ্কার বিক্রয়ের মোট ২৮ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করা হয়।
 
এছাড়াও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)  সুদীপ কুমার গোপ ও এসআই ইমরান শেখের নেতৃত্বে ছিনতাই চক্রের সদস্য মোঃ সোহাগ (৩০), রাফজান জনি রাফি (২৩) ও সৈয়দ রবি হাসানকে (২২) গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ১ টি মোবাইল ও নগদ ১ হাজার ৪৫০টাকা উদ্ধার করা হয়।
 
তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়ছে। একই সাথে এধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।