ঢাকা, শুক্রবার ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ই ফাল্গুন ১৪৩১

পটুয়াখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই

নিনা আফরিন, পটুয়াখালী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫ ০৩:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সোহেল মিরার বলি মহিষ ও মো. হেলালের বলি মহিষ এ লড়াইতে অংশগ্রহণ করে। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে সোহেল মিরার মহিষ বিজয় লাভ করে। 

দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দুর দুরান্ত থেকে ওই বিলে ভীড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছসিত ছিলো দর্শকরা।

বলি মহিষের মালিক সোহেল মিরা বলেন, এই মহিষের পিছনে আমার অনেক পরিশ্রম করতে হয়। তাকে ভালো খাবার দাবার খাইয়ে রাখতে হয়। প্রতি মাসে তাকে ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়াই। অনেক পরিচর্যার পরে তার শক্তি ধরে রাখতে সে সক্ষম হয়। তাই যখন লড়াই হয় তখন সে জিতে যায়।

বায়ান্ন/প্রতিনিধি/একে