দিনাজপুরের পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘরবাড়ীর বেশ ক্ষয়খতি হয়। এসময় দেয়াল ধ্বসে পড়ে এক কিশোরীর মৃত্যু হয় এবং আহত হয়েছে অন্তত ৩ জন।
পার্বতীপুর উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের মুন্সিপাড়ায় গ্রামের মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে কাল বৈশাখী ঝড়ে ঘরের দেয়াল চাপায় কুলসুম (১২) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত কুলসুম মুন্সিপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এছাড়াও গোয়াল ঘরের দেয়াল চাপায় পাশের গ্রাম শুকুর ডাঙ্গায় দুটি গরু, একটি ছাগল মারা গেছে। পাশাপাশি অসংখ্য বাড়ী ঘর বিধ্বস্ত ও ফসল ক্ষেতের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার সকালে মৃতের বাড়িসহ ঘটনার স্থল পরিদর্শন করেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।
এদিকে একই সময় পার্শবর্তী নবাবগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে কাচা ও অর্ধপাকা দুই শতাধিক বাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।