ঢাকা, মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪, ১৪ই কার্তিক ১৪৩১

ফায়ার সার্ভিসের কোথাও কোনো ব্যর্থতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক: | প্রকাশের সময় : সোমবার ২৮ অক্টোবর ২০২৪ ১২:৪১:০০ অপরাহ্ন | জাতীয়

ফায়ার ব্রিগেড ( সার্ভিস)  সম্পর্কে সবাই অবগত আছেন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা দেশ ও জাতির জন্য খুব ভালো কাজ করে আসছে। তাদের কিন্তু কোথাও কোনো ব্যর্থতা নেই। তারপরও তাদের কিছু সীমাবদ্ধ আছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি।

সোমবার ( ২৮ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফায়ার সার্ভিসের জনবল হয়তো আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৩২টা উপজেলায় আমাদের কোনো ফায়ার সার্ভিসের স্টেশন নাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে ফায়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিসের একটি একাডেমি করার জন্য জায়গা নেওয়া হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, জায়গাটিতে আমরা এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে তুলতে পারি নাই। এটা কত তাড়াতাড়ি করা যায় তা নিয়ে আলোচনা করছি। যত দ্রুত উপযোগী করা সম্ভব সেটা করব।

ফায়ার সার্ভিসকে আধুনিক করা হয়নি বিষয়টি এমন নয় দাবি করে তিনি বলেন, আমাদের অনেক আধুনিক প্রযুক্তি আছে। কিন্তু বিদেশিদের সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে ওই হিসেবে কিছু ঘাটতি আছে। আমরাও কিন্তু আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি যোগ করেন তিনি।  

এ সময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।