ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ফেনীতে বিপুল পরিমানে যৌন বর্ধক সিরাপ সহ দুই জনকে আটক

নাজিম উদ্দীন চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ ০৬:২৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ফেনীতে পৌরসভাস্থ মধ্যম চাড়িপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে যৌন বর্ধক সিরাপ সহ  মোঃ কোব্বাত আহাম্মদ(৪০), মোঃ মিনারুল সর্দার প্রকাশ মিনার(৩০) কে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবারবার (১৫ ডিসেম্বার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফেনীর পৌরসভাস্থ চাড়িপুর বাবা মা ভিলার নীচ তলার উত্তর পাশের ফ্ল্যাটের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ভাড়া বাসাটি হতে ১৫ টি কাগজের কাটুনের ভিতর ৩৬০ টি বোতল, হারবাল রিলেশন পাওয়ার ফিলিংস মিক্সড ফ্রুটস সিরাপ, প্রস্তুতকারকঃ হাসনাত ফুড প্রোডাক্টস । যার প্রতিটি বোতলের ওজন ১৭০ মি:লি: সর্বমোট ৬১হাজার ২০০ শতমিলি। যার মোট মুল্য ২৫হাজার ২০০শত টাকা। অন্য ১৪৪ টি কাগজের কাটুনের  মধ্যে সর্বমোট ৩হাজার ৪শত ৫৬ টি বোতল, জিনসিন, যৌন শক্তি বর্ধক সিরাপ, যার প্রতিটি বোতলের ওজন ১০০ মিলি করে সর্বমোট ৩লক্ষ ৪৫হাজার ৬শত মিলি। যার মোট মুল্য ২লক্ষ০৭হাজার ৩শত ৬০ টাকা। অপর ৫২ টি কাগজের কাটুনের মধ্যে সর্বমোট মোট ১হাজার ২শত৪৮ টি বোতল, ওয়ান টার্চ-শরবত ফিলিংস, হাসনাত ফুড প্রোডাক্টস, ফেনী, বাংলাদেশ,যার প্রতিটি বোতলের ওজন ৫০ মি:লি: করে সর্বমোট ৬২হাজার ৪শত মিলি। যার মোট মুল্য ৭৪হাজার ৮শত ৮০ টাকা। ০১ টি Heat Gun মেশিন।  ৪ হাজার পিচ কাগজের লেবেল, যার গায়ে বাংলা ও ইংরেজিতে Relation power Feelings
, হর্স পাওয়ার ফিলিংস, প্রস্তুতকারকঃ হাসনাত ফুড প্রোডাক্টস, চাড়িপুর, বাংলাদেশ ও ৪ হাজার পিচ কাগজের লেবেল, যার গায়ে ইংরেজিতে লিখা আছে Relation Power Feelings, Manufactured by: Hasnat Food Product, chandpur Bangladesh, এবং ৪ হাজার পিচ কাগজের লেবেল, যার গায়ে বাংলা ও ইংরেজিতে ওয়ান টার্চ-শরবত ফিলিংস,Manufactured by: Hasnat Food Product, chandpur Bangladesh লিখা।

প্লাষ্টিকের ২৫ টি বোতলে আংশিক পরিমান বিভিন্ন রকমের ফ্লেভার জাতীয় কেমিক্যাল, যাহা জিনসিন ও রিলেশন পাওয়ার ফিলিংস সিরাপ তৈরীতে ব্যবহার করা হয়।অন্য প্লাষ্টিকের ১২টি কৌটায় আংশিক পরিমান বিভিন্ন রকমের খাবারের রং জাতীয় কেমিক্যাল যা জিনসিন তৈরীতে ব্যবহার করা হয়।  ০৮ টি প্লাষ্টিকের পলিথিন ব্যাগের মধ্যে অনুমান ১৮ কেজি বিভিন্ন রকমের
পাউডার জাতীয় কেমিক্যাল। যাহা জিনসিন ও রিলেশন পাওয়ার ফিলিংস সিরাপ তৈরীতে ব্যবহার করা হয়। ০২ টি নীল রং এর ১৮০ লিটারের ড্রাম।   ০১ টি Bag Closer মেশিন। সর্বমোট ৩লক্ষ ১৪হাজার ৬শত ৪০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি ১। মোঃ কোব্বাত আহাম্মদ(৪০)পিতা-মৃত আব্দুল হক, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-এলাহীগঞ্জ, ধুলারতফা(মমিন ব্যাপারী বাড়ী) বর্তমানে ০২ নং পাঁচগাছিয়া ইউপি, ০১ নং ওয়ার্ড, থানা ও জেলা-ফেনী, এ/পি-মধ্যম চাড়িপুর, জৈনক ছাহেব উল্যা এর বাবা মা ভিলার নীচতলার উত্তর ও দক্ষিন ফ্ল্যাটের ভাড়াটিয়া ২। মোঃ মিনারুল সর্দার প্রকাশ মিনার(৩০), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সর্দার পাড়া, খাজড়া ইউপি,০৮ নং ওয়ার্ড,রাউতারা গ্রামের পিতা-মোছাব কাক্কা সর্দার, মাতা-মৃত জফুরা বেগমের ছেলে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি  মামলা রুজু করা হয়েছে।