ঢাকা, বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

বগুড়ার শিবগঞ্জে ভাতিজার বটির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় চাচা নিহত

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ ১০:৩১:০০ অপরাহ্ন | জাতীয়

 বগুড়ার শিবগঞ্জে আপন ভাতিজার বটির আঘাতে চাচা জাকিরুল নিহত হয়েছে।

গতকাল সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে জাকিরুল শজিমেকে ১০দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বিকাল সাড়ে তিনটার দিকে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত জাকিরুল (৩৫) শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের মৃতঃ তোজাম্মেল মোল্লার ছেলে।

এর আগে গত ১৫ এপ্রিল (শুক্রবার) এই ঘটনায় পুলিশ নিহতের আপন ভাতিজা তুহিন ও তুহিনের স্ত্রী মীম আক্তারকে আটক করে। পরে তাদের মামলা মূলে আদালতের মাধ্যমে জেলহাজুতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই জিন্নুর রহমান।

নিহতের জাকিরুলের স্ত্রী চাম্পা বেগম বলেন, পারিবারিক কোলহে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামীর বড় ভাই এর ছেলে তুহিন আমাদের বাড়িতে ১৫ তারিখ শুক্রবার দুপুরে এসে আমার স্বামীকে বটি দিয়ে মাথায়, কাধেঁ ও দুই হাতে উপযুপরি আঘাত করে। পরে ১০দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমারি স্বামী। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

নিহতের ছোট ভাই আব্দুর রহিম বাদশা বলেন, বটির আঘাতে আমার চাচার মুত্যু হয়েছে।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। এবিষয়ে ঐ দিনেই মামলা হয়েছে। দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এটি একটি হত্যাকান্ড। আদালতে এবিষয়ে প্রেয়ার দেওয়া হচ্ছে।