ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় ঝড়ে নিহত ১॥ ফসলের ক্ষতি

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ২০ এপ্রিল ২০২২ ১১:০৪:০০ অপরাহ্ন | জাতীয়

 বুধবার ভোরে বগুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় গাছের ডাল ভেঙ্গে রেজাউল করিম(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নে। এছাড়া ঝড়ের ফলে বহু গাছপালা ভেঙ্গে পড়ে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ভোর ৪টা ২০ থেকে ৫ মিনিট স্থায়ী এই ঝড় উত্তর-পশ্চিম কোন দিয়ে বয়ে যায়। ঝড়ের সময় বৃস্টিও ছিলো। আবহাওয়া অফিস ২৩ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করেছে। ঝড়ে বোরে আবাদের ক্ষেত বেশ ক্ষতির মুখে পড়েছে। এতে মাঠের পর পর ধান ক্ষেতের ফসল নুইয়ে পড়ে। কৃষি বিভাগ জানিয়েছে, কয়েক উপজেলায় ৪ হাজার ৩৭৭ হেক্টর জমির ধান গাছ নুইয়ে পড়েছে। এর মধ্যে বগুড়ার শেরপুর, ধুনট, সদর, শিবগঞ্জ ও নন্দীগ্রামে জমির বোরো ধান ক্ষেতে নুইয়ে পড়ার পরিমান বেশি। বগুড়া কৃষি বিভাগের উপ পরিচালক দুলাল হোসেন জানান, জমিতে ধান গাছ পড়ে গেলেও আর বৃস্টিপাত না হলে ফসলের ক্ষতি হবে না। এদিকে ঝুড়ের সময় নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ায় এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। রেজাউল ওই এলাকার মৃত এছার উদ্দিনের ছেলে। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে গোবর দিয়ে তৈরী লাড়কি ঘরে তুলছিলেন। এসময় সজনে গাছের ডাল তার মাথায় ভেঙ্গে পড়ে।