ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় পৃথক ট্রাক চাপায় দুই বন্ধুসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : রবিবার ১০ এপ্রিল ২০২২ ০২:১৬:০০ অপরাহ্ন | জাতীয়

 বগুড়ার পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুই বন্ধুসহ ৪জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক চাপায় দুই বন্ধু এবং শনিবার রাতে শাজাহানপুরে ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দু’জন নিহত ও ৪জন আহত হন।

দুপচাঁচিয়ায় নিহতরা হলেন- বগুড়া শহরের মালগ্রাম এলাকার সাখাওয়াত হোসেন পলাশ(৪৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকবাদিয়া গ্রামের শোয়েব মাহমুদ (৪৫)। রবিবার সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শাজাহানপুরে নিহত দু’জন হলেন- বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি নিজগ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আব্দুল বাকী(৫০) ও পাশর্^বর্তী কলাকোপা গ্রামের আব্দুল মোমিনের স্ত্রী সুমি আক্তার। শনিবার রাত পৌঁণে ৮টার দিকে বগুড়া-বাগবাড়ি সড়কে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া তিনপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, পলাশ নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অফিসে কার্যসহকারি পদে চাকরি করেন। তার বন্ধু শোয়েব বগুড়া শহরের রানার প্লাজা নামক বহুতল ভবনের ইলেকট্রিশিয়ান। রবিবার সকালে তারা দু'জনে মোটরসাইকেল যোগে নওগাঁর পোরশায় যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকায় থানা বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় পলাশকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার মাদলা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাটি বাগবাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে তিনপুকুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। আইনী প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।