ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পেল চুনারুঘাটের ৩ শতাধিক শিক্ষক ও সাংবাদিক

চুনারুঘাট প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৫ নভেম্বর ২০২১ ০৮:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বঙ্গবন্ধু সুরক্ষা বীমা পেল চুনারুঘাট উপজেলার প্রায় ৩ শতাধিক শিক্ষক ও সাংবাদিক। মুজিব শতবর্ষ ও ছফিনা নূর ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে শিক্ষক ও সাংবাদিকদের হাতে এ বীমা তুলে দেয় ছফিনা নুর ফাউন্ডেশন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও ছফিনা নুর ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুস ছামাদ আজাদ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত বীমা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সাধারণ বীমা কর্পোরেশনের সিলেট জোনের ইনচার্জ মোঃ মহিবুল ইসলাম, সাধারণ বীমা কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার আ,ফ,ম সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল আওয়াল, বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তাদির কৃষাণ চৌধুরী ও ফাউন্ডেশনের সভাপতি আমীন আলী মাষ্টার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, অর্থ সম্পাদক জিলানী আখনজী। 

প্রসঙ্গ, লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোমিন আলীর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ছফিনা নুর ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের ২৫০ জন শিক্ষক ও ৫০ জন সাংবাদিককে ১ বছর মেয়াদী বঙ্গবন্ধু সুরক্ষা বীমা দেওয়া হয়।