বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের রহমত নগর এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে স্থানীয় বিএনপি আওয়ামী লীগ মিলেমিশে মাটি কাটছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কেভেলেটর দিয়ে মাটি কেটে তা ট্রাক ডেম্পার যোগে বি়ভিন্ন জায়গায় বিক্রি করছে বিএনপি নেতা আকতার ফারুক, নজরুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর ক্যাডার হিসেবে পরিচিত যুবলীগ নেতা আনিছ এবং তাদের সহযোগীরা।
এর আগে ওইসব স্থান থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন মাটি কেটে বিক্রি করলেও এখন পটপরিবর্তনের পর আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে মাটি কাটছে বলে জানান স্থানীয়রা। প্রকাশ্যে দিবালোকে বেড়িবাঁধের পাশের জমি থেকে মাটি কাটার মহোৎসব চললেও দেখার কেউ নেই।
এলাকাবাসী জানান, যুবলীগ নেতা আনিছ বিএনপি নেতা নজরুল ও আক্তার ফারুকের সাথে মিলেমিশে সিন্ডিকেট করে বেড়িবাঁধের পাশ থেকে স্কেভেলেটর দিয়ে মাটি কেটে তার বিক্রি করছে।
ইউপি সদস্য আনোয়ার হোসাইন জানান, খানখানাবাদ ইউনিয়নের কদমরসুলের উত্তর পাশে যেখানে ডাম্পিংয়ের কাজ চলছিল তার কিছুটা উত্তরে রহমত নগর এলাকায় বেড়িবাঁধের পাশ থেকে
মাটি কেটে দেদারছে বিক্রি করছে। যুবলীগ নেতা আনিছুল হক আনিছ সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর ক্যাডার হিসেবে এলাকায় পরিচিতি ছিল। এখন সে বিএনপি নেতাদের সাথে মিশে বেড়িবাঁধের পাশ থেকে মাটি কেটে বাইরে বিক্রি করছে।
বিএনপি নেতা আকতার জানান, মাটি কাটার সাথে তার কোন সংশ্লিষ্টতা নেই। আনিসুল হক যুবলীগ কর্মী হলেও এখন তাদের সাথে বিএনপির সভা সমাবেশে অংশ নিচ্ছেন বলে জানান।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, মাটি কাটা এমনকি মাটির টপসয়েল কাটা পর্যন্ত নিষিদ্ধ। কারা মাটি কাটছে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।