ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, ভিড় নেই কাউন্টারে

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : শুক্রবার ১৫ এপ্রিল ২০২২ ০২:৫৪:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ (শুক্রবার) থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় দেখা যায়নি। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে ঈদের অগ্রিম টিকিট।

 

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুরসহ বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২৬ এপ্রিল থেকে ১ মের টিকিট পাওয়া যাচ্ছে। পাশাপাশি সব পরিবহনের টিকিট অনলাইনেও পাওয়া যাচ্ছে। তবে অন্যবারের মতো এবার কাউন্টারগুলোতে ভিড় নেই। 

 

রাজধানীর কল্যাণপুরে হানিফ বাস কাউন্টারের আলাদা এক দিকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। সেখানে দায়িত্বরত কামাল হোসেন বলেন, সকাল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি। তবে প্রথম দিনে খুব একটা ভিড় নেই কাউন্টারে। যারা আসছেন তারা সাচ্ছন্দে টিকিট সংগ্রহ করতে পারছেন।

 

 

 

উত্তরবঙ্গগামী শ্যামলী এন আর ট্রাভেলের কল্যাণপুর কাউন্টারের সামনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির একটি বিশাল ব্যানার টানানো হয়েছে। সেখানে লেখা আছে, ঈদের অগ্রিম টিকিট ১৫ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত প্রদান করা হবে।

 

কাউন্টারটিতে দায়িত্বে থাকা হাবিবুর রহমান নামের একজন বলেন, প্রথম দিন টিকিট বিক্রিতে যাত্রীর কোনো চাপ নেই। আগে এলে আগে পাবেন ভিত্ততে টিকিট বিক্রি চলছে। তবে ২৮ থেকে ৩০ তারিখের টিকিটের চাহিদা অনেক বেশি। এটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল।

 

পাশেই দেশ ট্রাভেলস কাউন্টারে থেকে জানানো হলো, তাদের অগ্রিম টিকিট অনলাইন থেকেই বেশি বিক্রি হচ্ছে। কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের তেমন চাপ নেই।

 

কল্যাণপুর বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রির সার্বিক খোঁজ নিতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী ধানমন্ডির বাসিন্দা তফাজ্জল হোসেন। তিনি বলেন, গাজীপুর থেকে উত্তরবঙ্গগামী সড়কের বিভিন্ন স্থানে উন্নয়ন কাজ চলছে, ফলে স্বাভাবিকভাবে ধারণা করা যায় ঈদের সড়কে বেশ যানজট হবে। তাই ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে আগে সেটার চেষ্টা করব। যদি না পাই সেক্ষেত্রে বাসের টিকিটের চেষ্টা করব। আজ ছুটির দিন। তাই বাসের অগ্রিম টিকিটের খোঁজ নিতে এসেছিলাম।

 

 

 

আগাম টিকিট বিক্রির প্রস্তুতির বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানিয়েছিলেন, অ্যাসোসিয়েশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল থেকে ২ মের টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি হচ্ছে। পরিবহন কোম্পানিগুলো বিভিন্ন কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি করবে।

 

এদিকে ঈদের সম্ভাব্য তারিখ ৩ মে ধরে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। সেখানে ২৭ এপ্রিলের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে ২৩ এপ্রিল। এভাবে ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে।