ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

বিএনপি-জাপা'র ফুটবল খেলা শেখ হাসিনা বন্ধ করেছে : আইনমন্ত্রী

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : শনিবার ২৯ এপ্রিল ২০২৩ ০৭:৩৬:০০ অপরাহ্ন | আইন-আদালত
 
 
বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলেছে। আর সেটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানেই এখন বাংলাদেশ চলে।আগামী নির্বাচনে কোনো নির্দলীয় সরকার বা কেয়ারটেকার সরকার থাকবে না। আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।
 
 
শনিবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাভোকেট আনিসুল হক এসব কথা বলেছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, দেশে এখন আইনের শাসন আছে। কোনো নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না, হত্যার বিচার হয় না। বিএনপি তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার বিচারই করতে পারেনাই। আর তারা আইনের শাসনের কথা বলে! কোনো বাঁধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে, এটাইত গণতন্ত্র। 
 
 
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।