ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি নেতা ড. টিএম মাহবুবর রহমানের উপর হামলার প্রতিবাদে সভা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ্ এর সভাপতিত্বে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আইয়ুব আলী খান, প্রচার সম্পাদক মকবুল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের, সাধারন সম্পাদক এন্তাজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাক মুক্তাদুর রহমান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী, সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইলাসম, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সলেমান আলী, উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, ৫নং দুওসুও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।
বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের বিচারের দাবি করেন। দ্রুত বিচার না করা হলে কঠিন আন্দোলনে নামার হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতির আলোচনা হবে এ কথা বলে জেলা বিএনপি কার্যালয়ে ডেকে নেয় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমানকে । পরে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কমিটি গঠন নিয়ে মনমালিন্য হলে জেলা বিএনপি কার্যালয়ে মিটিং চলাকালিন সময় কার্যালয়ের গেটে তালা দিয়ে সবার সামনে বেধরক মারপিট করে দলের নেতাকর্মীরা। পরে কয়েকজনের সহয়তায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড.টিএম মাহবুবর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। জেলার সাধারণ সম্পাদক তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন তার উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে । এ ঘটনায় গত ২৪ মার্চ উপজেলা বিএনপি'র সম্মেলন স্থগিত হয়।