ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়: খসরু

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীদিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন এরমধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। গতকাল দুপুর দেড়টার দিকে নোয়াখালী সদর উপজেলার খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা কি বুঝতে হবে। মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে। যুব সমাজের আকাঙ্ক্ষা কি বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্নরকম হবে উল্লেখ করে তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরও কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। বিএনপিতে এ সমস্ত অপকর্মে যারা জড়িত তাদের কোনো জায়গা নেই।অপকর্মকারীদের ব্যাপারে দল অত্যন্ত কঠোর অবস্থানে। যখন যেখানে আমরা অভিযোগ পাচ্ছি, যদি প্রমাণ সাপেক্ষে কোনো অভিযোগ থাকে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমরা জেলাতেও ব্যবস্থা নিয়েছি, কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, নোয়াখালী জেলা বিএনপি’র সেক্রেটারি এডভোকেট আবদুর রহমানসহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।