ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বিজয়নগরে আড়াই মণ গাঁসাসহ দুই যুবক গ্রেপ্তার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২০২২ ০৮:২৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আড়াই মণ ভারতীয় গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেঝে পুলিশ। জবদ করা হয় গাঁজা পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। এই ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরশেষে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
 
 
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চম্পকনগর পুলিশ ফাঁড়ির সামনে পিকআপ ভ্যান আটকিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের রামরাইল গ্রামেন থেকে তাদের আটক করা হয়। জুবাইদ জেলার সদর উপজেলার রামরাইল এলাকার আব্দুল নূরের পুত্র জুবাইদ মিয়া (২৬) এবং পার্শ্ববর্তী  মোহাম্মদপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র রুবেল মিয়া (২৮)। তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।
 
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে বিজয়নগর থানাধীন চম্পকনগর ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় অবস্থান নেয়। ভোর সাড়ে পাঁচটার দিকে গাঁজাবাহী ওই পিকআপ ভ্যানটিকে সঙ্কেত দিয়ে থামানো হয়। এসময় পিকআপে তল্লাশী চালিয়ে পিকআপ ভ্যানের বডির নিচে কৌশলে লুকিয়ে রাখা ৯২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এসব পাচারের দায়ে আটক করা হয় পিকআপে থাকা জুবাইদ ও রুবেল নামের দুইজনকে। পরে তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
 
 
 
বিজয়নগর থানার পরিদর্শক (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'গ্রেপ্তারকৃত দু'জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে পাঠানো হয় জেলহাজতে।