ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বিদেশে রপ্তানি হবে রাজশাহীর ডায়মন্ড জাতের আলু

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ০৫:১৩:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য
 দেশে যেসব এলাকায় সবচেয়ে বেশি আলুচাষ হয় তার মধ্যে অন্যতম রাজশাহী। চলতি মৌসুমেও জেলায় প্রায় ৪৫ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আলুচাষে যে প্রতিবছরই চাষিরা লাভ করেন, এমনটি নয়। মাঝে মাঝে লোকসানও হয়। এমন পরিস্থিতিতে রাজশাহীর ‘ডায়মন্ড' জাতের আলু এবার বিদেশে পাঠানোর চিন্তা করছে বিএডিসি ।
 বিশেষ করে জেলার তানোর উপজেলায় উৎপাদন করা ডায়মন্ড আলু, মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। চলতি মৌসুমে অন্তত এক হাজার টন আলু মালয়েশিয়া পাঠানোর আশা করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। তাই বিএডিসির তত্ত্বাবধানেই ডায়মন্ড জাতের আলুর চাষাবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বিএডিসির কর্মকর্তারা জার্নিয়েছেন, জয়পুরহাট, রংপুর ও বগুড়াসহ কয়েকটি দেশে আলু রপ্তানি করা হচ্ছে।
 
রাজশাহীজেলা থেকে গতবছরের  মালয়েশিয়া সহ কয়েকটি দেশে আলো পাঠানো হয়েছে। মালয়েশিয়ার সুপারশপগুলোতে বিক্রি হয়েছে বাংলাদেশের ডায়মন্ড জাতের আলু এবার চাহিদা আরো বাড়বে তাই রাজশাহী থেকেও আরো রপ্তানির পরিকল্পনা করা হচ্ছে এজন্য বিএডিসি থেকেই চাষীদের মাঝে এক হাজার টন বীজ সরবরাহ করা হয়েছে কৃষক পর্যায়ে প্রশিক্ষণসহ সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ভালো মানের আলু উৎপাদনে কৃষকদের দেওয়া হচ্ছে পরামর্শ।
 রাজশাহীর তানোর উপজেলার আদিবাসী জামিলুর রহমান জানান প্রতি বছর তিনি আলু চাষ করেন এবার প্রায় ১৫০ বিঘা জমিতে আলুর প্রজেক্ট করেছেন ।বিএডিসি থেকে বীজ নিয়ে তিনি চাষাবাদে নেমেছেন। এবার আলু বিদেশে পাঠানো হবে বলে বিএডিসি কর্মকর্তারা জানিয়েছেন তাই মনোযোগী হয়ে তিনি চাষাবাদ করছেন।
 
রাজশাহী বিএডিসির উপ-পরিচালক (আলু বীজ) হাসান তৌফিকুর জানান,বর্তমানে অন্তত ৯টি দেশে আলু রপ্তানি করা হচ্ছে। এর মধ্যে থাইল্যান্ড, জাপান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কুয়েত, নেপাল ও রাশিয়ায় বাংলাদেশের আলুর বাজার রয়েছে। এ অঞ্চলের চাষীরা সাধারণত গ্যানোলা, মিউজিকা, ভাষণ্ড, এস্টোরিস, কার্ডিনাল, রোজেটা ও দেশি জাতের আলু চাষ করে থাকে।
 
রাজশাহীতে এবার ডায়মণ্ডকেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এবার অন্তত এক হাজার টন আলু রাজশাহী থেকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
 
তিনি আরও বলেন, আলুচাষের জন্য ভার্জিন সয়েল খুবই উপযোগী। তাই চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় এ রকম ভার্জিন সয়েল দেখা হচ্ছে। । নাচোল থেকেও এবার আলু রপ্তানি করা হবে। রপ্তানি কার্যক্রম সফল হলে কৃষক আরও বেশি লাভবান হবে।