সিলেটের বিশ্বনাথে বিকেলে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সম্মেলনে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি সামছুজামান সমছু, হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুরমান খান এবং পৌর বিএনপির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি হাজী আব্দুল হাই, সহ সভাপতি ফারুক মিয়া, আহমেদ নূর উদ্দিন, সাধারণ সম্পাদক বসির আহমদ, যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারর্সন বেগম খালেজা জিয়ার উপদেষ্টা ও ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক ড. সাখাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সাবেক সভাপতি আবুল কাহার চৌধুরী শামীম, সহ সভাপতি মোজাহিদ আলী, জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ময়নুল হক, বর্তমান সদস্য আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, অ্যাডভোকেট হাসান পাটুয়ারি রিপন, মাহবুবুল হক চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহিন, যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম।
পৌর বিএনপির আহবায়ক তালেব আলী’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য লিলু মিয়া ও পৌর বিএনপির সদস্য আহমেদ নূর উদ্দিনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির সদস্য আব্দুল হাই, বসির আহমদ, শামছুল ইসলাম, আব্দুর রহমান খালেদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনির মিয়া, পৌর শ্রমিক দলের আহবায়ক নিপেন্দ্র চন্দ্র দাশ, উপজেলা যুবদলের আহবায়ক সুরমান খান, সদস্য সচিব শামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, সদস্য সচিব শাহজাহান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব এ কে রাজু।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান।