ক্রমেই ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে কলেরার টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে সরকার। যেসব এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব বেশি সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কলেরার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে গত সপ্তাহে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, ডায়রিয়া মোকাবিলায় রাজধানীর ২৩ লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তঃসত্ত্বা নারী ছাড়া ১ বছর বয়স থেকে শুরু করে সববয়সী মানুষকে এ টিকা দেওয়া হবে। দুই ডোজের এই টিকা কর্মসূচির প্রথম ডোজ দেওয়া হবে মে মাসে, আর দ্বিতীয় ডোজ দেওয়া হবে জুনে।
আজ সেই কার্যক্রম সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘(কলেরার) টিকা কার্যক্রম বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।’
এসময় করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘করোনার সময় কাটিয়ে উঠে স্বাভাবিকভাবেই ফিরছে সবকিছু।’ যারা এখনও করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেননি, তাদের সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি করোনাভাইরাসের টিকা ক্রয় সম্পর্কিত টিআইবির প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বিষয়ে প্রেস কনফারেন্স ডেকে বিস্তারিত জানানো হবে। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।