ঢাকা, মঙ্গলবার ২১ মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ ১০:১৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারের চকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পারিবারিক বিরোধের জের ধরে খুনের শিকার হয়েছেন আনোয়ারা বেগম (২৮) নামে এক গৃহবধূ। দূর্বৃত্তরা তাকে দা কুপিয়ে হত্যা করে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন পাহাড় আশ্রয়ণ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের দিনমজুর মোহাম্মদ আবদুল্লাহ’র স্ত্রী ও চার সন্তানের জননী।

নিহতের স্বামী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, গত ৬দিন আগে পরিবার-পরিজন নিয়ে স্ত্রীর বোনের বাড়ি মানিকপুরে বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে কয়েকদিন থাকার পর জানতে পারেন, নিহত আনোয়ারা বেগমের ভাই মোহাম্মদ আরিফ একই এলাকার তার ভগ্নিপতি মনির আহমদের বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পাওনা আছেন। ওই টাকা চাইতে গিয়ে শুক্রবার দুপুরে আরিফের স্ত্রীর সাথে আনোয়ারা বেগমের বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে এদিন দুপুর ২টার দিকে মনির আহমদের ছোট ভাই জমির উদ্দিন ও মিজানুর রহমানের নেতৃত্বে ৭-৮ জন মিলে দা দিয়ে অতর্কিতভাবে বোনের বাড়িতে বেড়াতে আসা আনোয়ারা বেগমের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা আনোয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারা বেগমকে মৃত ঘোষনা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার খবর পেয়ে তাৎক্ষনাত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে এসে নিহত আনোয়ারা বেগমের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে তার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।