মাদকের মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদী নুরুল ইসলাম। এক মাস ধরে অন্তরীন ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। শেষতক কারাগারেই মৃত্যু ঘটলো তার। চিকিৎসক তাকে মৃত ঘোষণার পর ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
শুক্রবার (২০ মে) সকালে মারা যাওয়া কয়েদী মো. নুরুল ইসলাম (৩৮) জেলার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের আব্দুল্লাহ্পুর গ্রামের সৈয়দ আলীর পুত্র। শুক্রবার সকালে আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের একটি মামলায় দেড় বছরের বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন নুরুল ইসলাম। গত একমাস আগে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সেই থেকেই তিনি কারান্তরীন ছিলেন। শুক্রবার সকালে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আড়াইশ' শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্ত সম্পন্নের পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।