ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার হত্যা মামলার আসামী মো: বাবু মিয়া (৩৫) কে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। সে উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়া ছেলে। শনিবার (৮ ফেব্রয়ারি) দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি বিষয়টি জানায় র্যাব-৯।
বিজ্ঞপ্তিতে আরো জানায়, গত ১৪/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭ টার দিকে টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে স্টীলের পাইপ
দ্বারা ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করার পর ভিকটিম ইসরাফিল মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করার জন্য পরস্পর যোগসাজসে পুনরায় ভিকটিমের মাথাসহ সমস্ত শরীরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন অটোরিক্সা
যোগে ভিকটিমকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তথায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন। আরো জানায়, পরবর্তীতে তার ভাই ইসমাইল বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার (৭ ফেব্রয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিওিতে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন টাইগারপাশ আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১নং এজাহার ভুক্ত পলাতক আসামী মোঃ বাবু মিয়া (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।