ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬) , একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপণ মিয়া (২৮) এবং উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।
উল্লেখ্য,২০১৯ সালে ফল ব্যবসায়ী সায়দুর রহমান বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকার তাকে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত করে হত্যা করে। ২০১৯ সালের ৩০শে সেপ্টেম্বর মেঘরা নদীর তীর হতে স্বজনরা তার মৃতদেহ
উদ্ধার করে। মামলায় ২০ জন স্বাক্ষীর মধ্যে মোট ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন। আসামী পক্ষের আইনজীবী মোশারফ হোসেন সামী জানান ফাঁসির রায়ে আমরা সংক্ষুদ্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত পিপি মোঃ আজাদ মিয়া উক্ত রায়ে সন্তোষ প্রকাশ করেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ