ব্রাহ্মণবাড়িয়ায় সীমাহীন যানজট নিরসন, রিকশার ভূয়া লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবীতে রাজপথে নেমেছেন রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্টরা। দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিলের পর প্রদান করা হয়েছে স্মারকলিপি।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি সহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাজিদুল ইসলাম, আছমা বেগম, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়সহ রিকশা শ্রমিকরা। বক্তারা বলেন, একটি মহল দুর্নীতির মাধ্যমে প্রকৃত রিকসা চালকদের বি ত করে স্বজনপ্রীতি দেখিয়ে ভূয়া লাইসেন্স প্রদান করেছে। এতে অনেকই ব্যক্তিগতভাবে ও প্রতিষ্ঠান রিকশার মালিকানার চেয়ে ৪/৫ গুণ বেশী লাইসেন্স পেয়েছে। সেগুলো তারা ১১শ টাকায় ক্রয় করে প্রকৃত চালকদের কাছে পাঁচ থেকে ১৮ হাজার টাকা দরে বিক্রি করছে। এছাড়াও বক্তারা, শহরের যানজট নিরসনে নতুন সড়ক নির্মাণ, বুয়েট প্রস্তাবিত উন্নত রিকসা, ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানসহ ৯ দফা দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।