২৬ ফেব্রুয়ারি শনিবার, দেশব্যাপী গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ। কর্মসূচির আওতায় জেলায় প্রায় ১ লক্ষ সাধারণ মানুষকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হবে। গণটিকা কার্যক্রম সফলের জন্য শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শনকালে এসব তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গণটিকা কার্যক্রম সফল করতে জেলার নয়টি উপজেলায় ৩০৬টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগের একাধিক টিম কাজ করবে। ২৬ ফেব্রুয়ারি জেলায় ১ লাখ লোককে গণটিকার আওতায় আনা হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের পাশাপাশি রেজিস্ট্রেশন ছাড়া ব্যাক্তিরাও টিকা নিতে পারবেন।
'সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ জানান, ইতিমধ্যে জেলায় ১৮ লাখ ৪ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ, ১৩ লাখ ৬৪ হাজার মানুষকে দ্বিতীয় ডোজ এবং ২৭ হাজার ৩০০ জনকে বুস্টার ডোজ বা তৃতীয় ডোজের আওতায়া আনা হয়েছে। টিকা গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে।