সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডামী নির্বাচনে দুই শতাংশ মানুষও ভোট কেন্দ্র যায় নি। এতে প্রমাণ করে আওয়ামীলীগের জনসমর্থন তলানিতে নেমেছে। আর ভূয়া ইসি ভোটারদের উপস্থিতি নিয়ে মিথ্যার বেসাতি করেছে। প্রকৃতপক্ষে দেশবাসী এই ডামী নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে না পাবে তত দিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অভিলম্বে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে।
মঙ্গলবার বেলা দুইটায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আদালত চত্বর ডামী ভোট বর্জন করায় ভোটারের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ শেষে রেজিস্ট্রারী মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ বলেন, যে নির্বাচন ডামী, প্রার্থী ডামী, ভেটার ডামী, সেই সরকারও ডামী। সারাদেশে ন্যায় সিলেটবাসীও প্রমাণ করেছেন এই ডামী নির্বাচনের সাথে জনগনের কোন সম্পর্ক নেই।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও শাহপরান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আইন সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন,সহ আইন সম্পাদক এডভোকেট ওবায়দুল রহমান ফাহমী, এডভোকেট মুহিতুর রহমান, এড মোবারক হোসেন, জেলা বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজ এডভোকেট রাজ্জাক খাঁন রাজ, আং রাজ্জাক,বেলাল আহমদ, সাইফুল ইসলাম, মুজিবুল হক রাহাত, শেখ আজিজ সুজা , জাবের আহমদ, বেলাল আহমদ প্রমুখ।