ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

মধ্যনগরে নিহত আয়াতুল্লাহর নামে উব্দাখালী নদীর নির্মাণাধীন সেতুর নামকরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ অগাস্ট ২০২৪ ১২:২৪:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের মধ্যনগরে উব্দাখালী নদীর উপর নবনির্মিত ৩২০ মিটার সেতুর নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আয়াতুল্লাহর নামে।
 
সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উব্দাখালী নদীর উপর নির্মিত সেতুর সামনের সড়কে শহীদ আয়াতুল্লাহর নামে সেতুর নামকরণ করে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।
 
এই সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, মধ্যনগর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান আখঞ্জি, শহীদ আয়াতুল্লাহর বাবা মো. সিরাজুল ইসলামসহ তাঁর পরিবারের সসদ্যবৃন্দ।
 
উল্লেখ্য, শহীদ আয়াতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে যোগদান করতে গিয়ে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজের ১১ দিন পর রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আয়াতুল্লাহর মরদেহটির সন্ধান পায় পরিবার।
 
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০১৬ সালে সোমেশ্বরী ও উব্দাখালী নদীর উপর সেতু দুটি নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। ২০১৮ সালের ১৭ ডিসেম্বর উবদাখালী নদীর ওপর ৪৭ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৮০০ টাকা ব্যয়ে ৩২০ মিটার এবং সোমেশ্বরী (কায়েতকান্দার পিছগাঙ্গা) নদীর ওপর ৪১ কোটি ৭৫ লাখ ৯০ হাজার ২২১ টাকা ব্যয়ে ৩১০ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ কাজ পায় তমা কনস্ট্রাকশন এন্ড কোং লি. নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ পর্যন্ত উব্দাখালীর উপর নির্মিত সেতুর প্রায় শতভাগ ভাগ কাজ শেষ হলেও সোমেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর ৪০ ভাগ কাজও সম্পন্ন হয়নি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আয়াতুল্লাহর নামে উব্দাখালী নদীর উপর নির্মিত সেতুর নামকরণ করা হয়েছে। অফিসিয়ালি এ সেতুর নামকরণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।