ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ১১:৪৬:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইটে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার শাহজীবাজার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

 

জানা যায়, রবিবার দুপুরে উপজেলার শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হতে ওলিপুরে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইট নামক স্থানে সিলেটগামী একটি এনা বাস মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী উপজেলার রিয়াজনগরের মৃত আদিল হোসেনের ছেলে মুক্তার হোসেন (৫৫) বাস চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। মোটরসাইকেল চালক চুনারুঘাট উপজেলার কমরপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে শাহজাহান (৩২) গুরুতর আহত হয়।

 

নিহত মুক্তার হোসেন ও শাহজাহান শাহজীবাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকুরী করতেন। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক আছে।