চট্টগ্রামের মিরসরাইয়ে সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের পক্ষ থেকে বই প্রদান করা হয়েছে।
শনিবার ১১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ কর্মশালা অফিসার জিলহাজ উদ্দিন নিপুন এর উপস্থিতিতে এই বই প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়া ১৫০ জন অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের পোশাক বিতরণ করেন।
পিআইবির বই প্রদান এবং স্কুল ছাত্রদের পোশাক বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরুল মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিআইবির কর্মশালা অফিসার জিলহাজ উদ্দিন নিপুন, বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ ইউসুফ মিয়া, মিরসরাই পরিসংখ্যান অফিসার সাইদুল হক রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল পারভেজ, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী ও জুয়েল নাগ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জিলহাজ উদ্দিন নিপুন বলেন প্রত্যন্ত অঞ্চলে স্কুলটি এখানকার বাতিঘর হিসেবে কাজ করছে। এই অঞ্চলের কৃষক শ্রমিকের ছেলেরা পড়ালেখার মাধ্যমে দেশের বিভিন্ন পর্যায়ে কাজ করে সুনাম রক্ষা করছেন। প্রেস ইন্সটিটিউট সবসময় শিক্ষা প্রসারে জন্য প্রয়োজনীয় সহযোগিতা করে। তার ধারাবাহিকতায় বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদনের মাধ্যমে আমরা কিছু প্রকাশনা এখানকার লাইব্রেরীতে প্রদান করেছি যে প্রকাশনা পড়ে এ বিদ্যালয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে আশা করি।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে সাবেক সভাপতি মোঃ ইউসুফ মিয়া জানান কিছুদিন আগে দুর্বৃত্তদের কারণে স্কুলে চুরির ঘটনা ঘটেছে আমরা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। বিদ্যালয়েকে রক্ষা এবং সংগঠিত করার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।