ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে বাজপাখি উদ্ধার পরিশেষে মৃত্যু

জুয়েল নাগ,মিরসরাইঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী ২০২২ ০৩:১১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
মিরসরাইয়ে  একটি আহত বাজপাখির উদ্ধার হওয়ার পর  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপতালে পাখিটির মৃত্যু হয়। পাখিটিকে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রামের বন্দে আলী মিস্ত্রি বাড়ির পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে মিরসরাই উপকূলীয় বনবিভাগ।
মিরসরাই উপকূলীয় বনবিভাগের ফরেষ্ট গার্ড মিজানুর রহমান জানান, রাঘবপুর এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় আহত অবস্থায় বাজপাখিটিকে উদ্ধার করে উপজেলা ভেটেনারি হাসপাতালে নিয়ে আসা হয়। পাখির অবস্থা তখন আশংকাজনক ছিল। পাখিটির বয়স আনুমানিক দুই বছর হবে।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার জানান, পাখিটি অনেক উপর থেকে পড়ে আহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পাখিটির মাথায় আঘাত ও ঘাঁড় ভাঙ্গা ছিল। হাসপাতালে নিয়ে আসার পর পাখিটিকে সারারাত চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু বুধবার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় পাখিটি মারা যায়।