ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

এম ইদ্রিছ আলী, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : বুধবার ২৭ এপ্রিল ২০২২ ০২:২৮:০০ অপরাহ্ন | জাতীয়

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় পৃথক সড়ক দুর্ঘনায় ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৫জন। তারাকান্দা ও নান্দাইলে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুদা নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৫জন।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, সকালের দিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। পথিমধ্যে বাগুন্দা মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  

নিহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে, নিহত নারীর বয়স আনুমানিক (৫০ ও নিহত পুরুষের বয়স ৩০ বছর হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে, ট্রাক চালক পালিয়ে গেছে। 

অপরদিকে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের আগমুশুলি নামক স্থানে দুই মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে সজিব মিয়া(১৫) ও ইব্রাহিম খলিল(৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, সজিব মিয়া মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আগমুশুলি এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজিব মিয়া রাস্তায় ছিটকে পড়লে দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।