ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মোঃ নাজমুল হোসেন রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৪:৫০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ মামুন'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. ফেরদৌস ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন বিভাগ প্রতিযোগিতায় বিজয়ীদের শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ১৯৭১সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে। এই দিনে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে (১৪ ডিসেম্বর) বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতনের পর তাদেরকে হত্যা করে। তাই এই দিনটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।