ঢাকা, বুধবার ১৫ মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১

রাজশাহীর কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ০৫:১২:০০ অপরাহ্ন | আইন-আদালত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তির অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ভোরে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর ওই হোটেলে অভিযান চালায় র‍্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত ২২ নভেম্বর রাত থেকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করলে পাপ হবে এমন কথা বলতে শোনা যায় মেয়রকে। অন্য আরেকটি অডিওতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সমালোচনা করা হয়। ঘরোয়া বৈঠকের ওই কথোপকথনে অশ্লীল ভাষায় গালাগালও রয়েছে। এ দুটি অডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীতে তোলপাড় শুরু হয়। এরপর মেয়রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এরপর থেকেই গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান মেয়র।