![](https://dainikbayanno.com/storage/img-20250209-wa0005.jpg)
১৪৪ ধারা ভঙ্গ করে হত্যার উদ্দেশ্যে হামলাসহ বাড়ি-ঘর ভাংচুর ও বাগানের ৪০ টি আমগাছ কর্তনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী জেসমিন খাতুন। তিনি দূর্গাপুর থানার মৃত আকবর আলীর মেয়ে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী প্রেসক্লাব সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে ভূক্তভোগী জেসমিন খাতুন জানান, তার পৈত্রিক সম্পত্তিতে আম বাগান ও বসত বাড়ী রয়েছে। গত ০৭ জানুয়ারী শুক্রবার অনুমানিক দুপুর ১২ টার সময় দূর্গাপুরে সন্ত্রাসীরা।
১৪৪ ধারা অমান্য করে জমির ফসল নষ্ট করে জমি জবর দখল করে নেয়। এসময় বর্ণিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সাবল, দা, কুড়াল, হাসুয়া, রামদা নিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। এসময় আমি প্রাণের ভয়ে পলিয়ে আসলেও সন্ত্রাসীরা বাগানের ৪০ টি আম গাছসহ সুপারি গাছ কেটে ফেলে আমার বসত বাড়ি ভাংচুর করে।
এদিকে তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে আমি গত ০৭-০২-২৫ ইং তারিখ শুক্রবার দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করেনি। সন্ত্রাসী ও চিহ্ণিত মাদক ব্যবসায়ী মামুনুর রশিদ (৩৫) এর সাথে থানার এসআই সাকিবের সখ্যতা থাকার জন্য পুলিশ ঘটনাটির যথাযথ ব্যবস্থা নিচ্ছেনা বলে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন। নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে ভূক্তভোগী দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এসপিসহ সংশ্লিষ্ট আইনপ্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করেন।