২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৭ জয়ে ২২ পয়েন্ট আলবিসেলেস্তেদের। নিজেদের ১১তম ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্যারাগুয়ের ঘরের মাঠ ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে।
এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১০ ম্যাচ খেলে মাত্র তিন জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে প্যারাগুয়ে।
আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর হচ্ছে- দুই ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচের মধ্যে দিয়ে মাঠ ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
অন্যদিকে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের ম্যাচের আগেই রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার ঘরের মাঠ মাতুরিন মনুমেন্টাল স্টেডিয়ামে।
যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ১০ ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে সেলেসাওরা। তবে নিজেদের সবশেষ ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। এছাড়াও ইনজুরি কাটিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
বায়ান্ন/একে