ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ০১:৫০:০০ অপরাহ্ন | জাতীয়
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব: ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এমনই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির সরে যাওয়ার ব্যাপারে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে সরকার একমত পোষণ করেছে, তাহলে পরবর্তী ধাপ হিসেবে সরকার কী পদক্ষেপ নিচ্ছে? এই প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি।

সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গতকাল বিক্ষোভ-আলটিমেটাম এসেছে, এ বিষয়ে সরকারের অবস্থান কী?’ জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমাদের অবস্থান আপনারা দেখেছেন, আমরা বলেছি তারা (বিক্ষোভকারীরা) যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি আছে। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কি না—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আমরা বলছি কোনো অগ্রগতি হলে আপনারা জানবেন।

তখন সাংবাদিকেরা আবারও জানতে চান, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, এই তো?’ জবাবে প্রেস সচিব বলেন, ‘হ্যাঁ।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, গতকাল রাতে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে অনেকেই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। গতকালও তিনি অনেকগুলো সভা করেছেন। আজকেও বিএনপি নেতাদের সঙ্গে সভায় ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার বেলা ১১টার কিছু পর এ বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

দুপুর ১২টার দিকে যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির প্রতিনিধিদলটি। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার দাবিতে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম মঙ্গলবার রাতে বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে সরানো হবে। বিষয়টি নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে। এরই মধ্যে বিএনপির এই তিন বড় নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়টি তাই জনমনে কৌতুহলের জন্ম দিয়েছে। 

যমুনা থেকে বের হয়ে আসার পর সাংবাদিকরা বিএনপির নেতাদের প্রশ্ন করেন, তাদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কি না। জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তারা খেয়াল রাখতে বলেছেন।

বায়ান্ন/সালেহ্