লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরে ডুবে ওয়াহিদুর রহমান রাইমন (২) ও আবদুর রহমান (৪) নামের পৃথক দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়ার মহাদেবপুর এবং দুপুরে চরমোহনা ইউপির উত্তর রায়পুর গ্রামে।
নিহত শিশু রাইমন মহাদেবপুর গ্রামের দিনমজুর কাশিমের ছেলে এবং শিশু আবদুর রহমান উত্তর রায়পুর গ্রামের কৃষক মো. রহিমের ছেলে। বিকালে মৃত দুই শিশুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে আবদুর রহমান পরিবারের সবার অগোচরে বসতঘরের পাশের পুকুরে খেলা করতে যায়। খোঁজাখুঁজির কিছুক্ষণ পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তুলে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার সাবরীন সাবা তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুরে মহাদেবপুর গ্রামের রাইমন নিজেদের বসতঘরের পাশে খেলা করতে গিয়ে পা পিছলে পড়ে যায় পুকুরে। ৩০ মিনিট পর উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে ডাক্তার তাহমিনা রাইমনকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ওসি তদন্ত কার্তিক চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে দুই শিশুর বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে। উভয়ের পরিবারের অনুরোধে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।