রোটারী ক্লাব অব সিলেট সিটির উদ্দোগে সিলেট আইডিয়াল ট্রাস্টের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে নগরীর আখালিয়াস্থ সিলেট আইডিয়াল স্কুল প্রাংগনে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব সিলেট সিটির পিপি রোটাঃ আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট রোটাঃ নুরুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তানিয়া আহমেদ, সেক্রেটারি রোটাঃ এস এ শফি, শিক্ষানুরাগী সৈয়দা মাহফুজা কাওছার, সমাজসেবী মাহবুবুল আলম, আব্দুল কাদির এনাম,বাবুল হোসেন, আসবার হোসেন, ইউসুফ আলী।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক মেডিসিন বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম। এতে এলাকার প্রায় শতাধিক রোগী সেবা গ্রহন করেন।