ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

লক্ষ্মীপুরে আসামি ছিনতাই মামলায় বিএনপি নেতাসহ ২ জন কারাগারে

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ১০:১১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় বিএনপি নেতা সাইফুদ্দিন খালেদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার দুপুরে আদালতের মধ্যে তাদের কারাগারে পাঠানোর হয়। এর আগে রোববার রাতে শরীফপুর গ্রামের বাড়ির সামনের দোকান থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৫ ডিসেম্বর রাতে শরীফপুর গ্রাম থেকে একটি মারামারি মামলার প্রধান আসামি মো. বেলালকে গ্রেপ্তারের পর 'বিএনপির নেতাকর্মীরা' ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়। 

এ ঘটনায় পরদিন ১৭ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার খালেদ সদর উপজেলা (পূর্ব) বিএনপির সদস্য। আরেক জন হলেন ভবানীগঞ্জের চরভূতা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মনির হোসেনের ছেলে বিএনপি কর্মী বেলাল।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, আসামি ছিনতাই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

বায়ান্ন/প্রতিনিধি/এসএ