ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি খাদ্য গুদামে সরকারি ভাবে গম ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে ৩৩ হাজার ২৬০ জন কৃষকের মধ্য থেকে ১ হাজার ৯ শত ৭৫ জন কৃষককে নির্বাচিত করে তালিকা প্রণয়ন করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কৃষকদের ভাগ্য নির্ধারণে উন্মুক্ত লটারীর আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ। লটারী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান, চাল, গম সংগ্রহ কমিটির সভাপতি যোবায়ের হোসেনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, খাদ্য নিয়ন্ত্রক অফিসার নিখিল চন্দ্র বর্মণ, শিক্ষা অফিসার আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ উপজেলার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, উপজেলায় মোট ২৪ টি ব্লকে ভাগ করা হয়েছে। ২৪ টি ব্লকের মধ্যে নির্বাচিত প্রতিজন কৃষক উপজেলার দুটি গুদামের মধ্যে যে কোন একটিতে ২৮ টাকা কেজি দরে ৩ টন গম বিক্রি করতে পারবে। যদি প্রত্যেক কৃষক গম বিক্রি করে তাহলে মোট ৫ হাজার ৯ শত ২৫ টন গম সংগ্রহ করা হবে।