ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

শফিকুর চৌধুরীকে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের শুভেচ্ছা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বুধবার ১০ জানুয়ারী ২০২৪ ০১:০১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর টিলাগড়স্থ নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানান তারা।

 

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা ও সাধারণ সম্পাদক হেলেন আহমদের নেতৃত্বে শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন- এ জেড রওশন জেবিন রুবা, জাহানারা মিলন, সাজেদা পারভীন, রোকেয়া চৌধুরী, মাধুরী গুণ, রুনা বেগম, শুকুরানা বেগম, শাহিদা খাতুন, প্রবাসী নেত্রী শিউলী রহমান প্রমুখ। এছাড়াও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।