ঢাকা, বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

শরিকদের ৭ আসন দিয়ে সমঝোতা করল আ. লীগ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০২৩ ১০:৩৮:০০ অপরাহ্ন | রাজনীতি

আসন্ন নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে সাতটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এ তথ্য জানান।

 

আমির হোসেন আমু বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, আরেক শরিক হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি আসন দেওয়া হয়েছে। এছাড়া আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছাড়া হয়েছে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করবেন।

 

আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ আসন, ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ এবং সাতক্ষীরা-১ আসন থেকে মোস্তফা লুৎফুল্লাহ আহসান নির্বাচনে অংশ নেবেন ।  

 

জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২ আসন থেকে, লক্ষীপুর-৪ আসন থেকে মোশারফ হোসেন এবং বগুড়া-৪ আসনে রেজাউল করিম তানসেন নির্বাচনে অংশ নেবেন।

 

এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

 

আরেক শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনকে একটি আসন দেওয়া হবে। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।