দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্তিগঞ্জ উপজেলায় টহল দিচ্ছে র্যাব-৯ এর অভিযাত্রিক দল।
রোববার (০৭ জানুয়ারী) সকাল থেকে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মহড়া দেন র্যাব-৯ এর অভিযাত্রিক দলের সদস্যরা।
সুনামগঞ্জ র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মেজর এ কে এম ফয়সাল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন রাখতে সুনামগঞ্জের ৫টি আসনে র্যাব-৯ এর ১১টি টিম মহড়া দিচ্ছে। এর মাঝে সুনামগঞ্জ-৩ আসনে ২ টি টিম কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে আগামী ১০ জানুয়ারী পর্যন্ত আমাদের টিম মাঠে থাকবে।