ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবি শিক্ষার্থীদের ফুল প্রত্যাখান করল পুলিশ

রাহাত হাসান মিশকাত, শাবি: | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ০৫:৪৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকাল ৪টার দিকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে নানান স্লোগানে উত্তাল করে তোলে ক্যাম্পাস।

ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের দিকে ফুল বাড়িয়ে দেন। কিন্তু শিক্ষার্থীদের উপহার দেয়া ফুল প্রত্যাখান করেছে পুলিশ।

‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না। যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না। স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন। পতন পতন পতন চাই, উপচার্যের পতন চাই। ভিসির গদিতে,আগুন জ্বালাও একসাথে।‘ এমনসব ¯েøাগান দেন শিক্ষার্থীরা।  
 
ঘটনাস্থলে উপস্থিত থাকা সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ গণমাধ্যমকর্মীদের কাছে বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত এলাকা, আমরা এখানে কর্তৃপক্ষের অনুরোধক্রমে আছি, আপনারা শান্তিপূর্ণ ভাবে আছেন, আমরাও শান্তিপূর্ণভাবি আছি, আমরা অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে চলে যাবো।