শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা দাবিতে আন্দোলনরত আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের শয্যাপাশে তিনি অবস্থান করে তাদের সান্ত্বনা দেন।
এ সময় তাঁর সাথে ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহবান জানান।