শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের কর্মসূচি হিসেবে 'হীরক ভিসির পতনগাঁথা' পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শাবির আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় গোলচত্বরে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় পক্ষে-বিপক্ষে একজন স্পীকার সহ মোট ছয়জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, 'যে সমস্ত অশার যুক্তি আমরা দেখে এসেছি, মুলত সেই গুলোকে আমরা বিরোধী দল থেকে তোলে ধরার চেষ্টা করবো। অর্থাৎ বিরোধী দলের বক্তব্যকে কেউ বিতার্কিকদের একান্ত মনোভাব বা আন্দোলনের মঞ্চ থেকে যাওয়া যুক্তি হিসেবে ধরে নিবেন না। আমরা প্রথাগত বিতর্কের বাইরে গিয়ে আজকের বিতর্কটিকে একটু রম্য ধাচের করার চেষ্টা করবো। প্রথাগত বিতর্কের চিন্তা-ভাবনা দিয়ে আজকের বিতর্ককে বিচার করবেন না'।
এসময় বিতার্কিকরা ক্যাম্পাসে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় গোলচত্বরে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় পক্ষে-বিপক্ষে একজন স্পীকার সহ মোট ছয়জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, 'যে সমস্ত অশার যুক্তি আমরা দেখে এসেছি, মুলত সেই গুলোকে আমরা বিরোধী দল থেকে তোলে ধরার চেষ্টা করবো। অর্থাৎ বিরোধী দলের বক্তব্যকে কেউ বিতার্কিকদের একান্ত মনোভাব বা আন্দোলনের মঞ্চ থেকে যাওয়া যুক্তি হিসেবে ধরে নিবেন না। আমরা প্রথাগত বিতর্কের বাইরে গিয়ে আজকের বিতর্কটিকে একটু রম্য ধাচের করার চেষ্টা করবো। প্রথাগত বিতর্কের চিন্তা-ভাবনা দিয়ে আজকের বিতর্ককে বিচার করবেন না'।
এসময় বিতার্কিকরা ক্যাম্পাসে ঘটে যাওয়া নানান বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখেন।