ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

শাবিপ্রবিতে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার

শাবিপ্রবি প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ ০৬:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 



শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে। এসময় সকল ধরনের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী জানান, ২০ ডিসেম্বর থেকে শুরু এ ছুটি হয়ে চলবে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত। ৩ জানুয়ারি থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।

তিনি বলেন, শীতকালীন অবকাশ উপলক্ষে আগামী (২০ ডিসেম্বর) থেকে সোমবার (২ জানুয়ারি) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৪ দিনব্যাপী ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে

অন্যদিকে দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত। ছুটির পর যথারীতিতে রোববার (১ জানুয়ারি) দাপ্তরিক কার্যক্রম এবং মঙ্গলবার (৩ জানুয়ারি) একাডেমিক কার্যক্রম শুরু হবে।