ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবির ঘটনায় উদ্বেগ পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ১১:০৮:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং পুলিশ সদস্য আহত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।

 

সোমবার তিনি শাবির সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দু:খজনক ঘটনায় যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নেন মন্ত্রী।  

 

পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সিলেটের প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করেছেন।

 

তাঁর পক্ষ থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং তাঁর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়ে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের যে কোনো ন্যায়সঙ্গত দাবীর সাথে সরকার একমত। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে হল প্রভোস্টও পদত্যাগ করেছেন। তাই দ্রুত সমস্যার সমাধান হবে।

পররাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাবার আহ্বান জানিয়ে বলেন, তদন্তে যাদের অপরাধ ধরা পড়বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান না নেয়ার আহ্বান জানিয়ে বলেন এতে করে সুযোগ সন্ধানীরা ইস্যু বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করার সুযোগ পাবে।