ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

শীত উপেক্ষা করে খাগড়াছড়িতে ভোটারদের দীর্ঘ লাইন

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : বুধবার ৫ জানুয়ারী ২০২২ ০৭:৫৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
খাগড়াছড়িতে তীব্রশীত  উপেক্ষা করে খাগড়াছড়ির সদর উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ কেন্দ্রে  শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে । প্রতিটি কেন্দ্রে  ভোট দিতে সকাল থেকেই ভিড় করেছে ভোটাররা। খাগড়াছড়ির ৫ ইউনিয়নে ভোটার সংখ্যা ৪৯ হাজার ২শ জন ।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাঈদুর রহমান জানান, ‘অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। খাগড়াছড়ি সদর, গোলাবাড়ি, পেরাছড়া, কমলছড়ি ও ভাইবোন ছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৯ হাজার ২ শ ৫৫ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৪৫ টি।  মোট চেয়ারম্যান প্রার্থী ১৭জন এবং মেম্বার পদে লড়ছেন ১৮০জন। ’
তিনি আরো বলেন , ‘নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন  করছে। এছাড়া দুই প্ল্যাটুন বিজিবিসহ ২ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ টিম হিসেবে কাজ করছে। দায়িত্ব পালন করবে দুই প্ল্যাটুন র‌্যাব সদস্য। প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশ ও আনসার সদস্য ।’
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন ,‘ নির্বাচন কমিশন যেভাবে আমাদের কাছে পুলিশ সদস্য চেয়েছে এ্র চেয়ে বেশি সদস্য মোতায়ন করা হয়েছে। । কেন্দ্রভিত্তিক,মোবাইল টিম ,স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাইসহ চার স্তরের পুলিশি নিরাপত্তা থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সবধরণের প্রস্তুতি নিয়েছি। ’

এদিকে  খাগড়াছড়িতে নির্বাচন সুষ্ঠু করতে  চার স্তরের পুলিশি  নিরাপত্তা নেওয়া হয়েছে। এছাড়া ২ প্ল্যাটুন বিজিবি ও ২ প্ল্যাটুন র‌্যাব সদস্য মোতায়ন করা হয়েছে। এছাড়া নির্বাচনে সুষ্ঠু করতে মাঠে রয়েছে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট । 
সকাল ৯ টায়  খাগড়াছড়ির পেরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা জয়সেন চাকমা , প্রনতি চাকমা জানান ,‘ সকাল সকাল এসে ভোট দিয়ে দিলাম। ভোটের পরিবেশ বেশ ভালো। কোন ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে ভালো লাগছে। ’
পেরাছড়া ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো.মনজুর মোর্শেদ জানান ,‘ সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে ভোটার সংখ্যা প্রায় ১৩শ জন। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। ’